শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

দেশ

টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ

নিউজজি ডেস্ক ১২ ডিসেম্বর, ২০২৪, ১৭:৫০:৪৫

146
  • ছবি : সংগৃহীত

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় সাদ পন্থীদের ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টঙ্গী ইজতেমা মাঠের বাহিরে স্টেশন রোড এলাকায় এ সংঘর্ষর ঘটনা ঘটে।

নিজামুদ্দিন মার্কাজ (সাদ পন্থী) অনুসারীরা জানায়, আগমী ২০ ডিসেম্বর জোড় ইজতেমায় তাবলীগের বিষয়ে প্রশাসনের আমন্ত্রনে আসেন। সেখানে তারা বাধার সম্মুখীন হন।

তারা আরো বলেন, সুরায়ে নেজাম (যুবায়ের পন্থী) টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা করলেও আমাদেরকে সেটা করতে দেয়া হয়নি। আমরা জোড় ইজতেমা করার জন্য ময়দানে প্রবেশ করতে চাইলে আমাদেরকে তারা বাধা দেয় এবং হামলা চালায়।

এছাড়া একই দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারের সামনে চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করে যুবায়ের অনুসারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলে তাদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন