শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

দেশ

মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি ১২ ডিসেম্বর, ২০২৪, ১৭:৪৫:২৯

225
  • মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে অবৈধ অস্ত্র (পাইপ গান) দিয়ে পুলিশে ধরিয়ে দিতে ব্যর্থ  হয়ে, পুলিশ সদস্যের সহায়তা অজ্ঞাত মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ উঠেছে পুলিশের সোর্স মেহেদি হাসান মুনাফ জমাদ্দার এর বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায় বিচার পেতে এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে  ভুক্তভোগী গিয়াস মাহমুদ রাজা মিঞা প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষসহ বিভিন্ন গণমাধ্যমে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী গিয়াস মাহমুদ রাজা মিঞা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের মৃত মাস্টার এ কে এম আব্দুর রব মিঞার ছেলে। তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধিনস্থে মাঠ মৌসুমে একজন অস্থায়ী কর্মচারী (চাকরিজিবী) ও সরকারি রেজিস্ট্রেশনকৃত একাধিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক দুইটি (২) সংগঠনের সাধারণ পরিষদের সদস্য ও দুইটি (২) সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গিয়াস মাহমুদ রাজা মিঞার বর্তমান ঠিকানা: গ্রাম— নৈকাঠি, ডাকঘর- নৈকাঠি, উপজেলা— রাজাপুর, জেলা— ঝালকাঠি। তার মাতামহ (নানা) মৃত আহম্মদ আলী জমাদ্দার ( জমি দাতা ও প্রতিষ্ঠাতা নৈকাঠি এস হক সরকারি প্রাথমিক বিদ্যালয়)-এর ছেলে সন্তান না থাকায় তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির অধিকার বা মালিক তার “মা” ও খালারা। গিয়াস মাহমুদ রাজা মিঞা তার মাতুলালয়ের বাড়িতে বসবাস করেন। যাহার এস এ খতিয়ান নং১৩৫, এস এ দাগ নং ৯৩, বি এস খতিয়ান নং ১১৬৭, বি এস দাগ নং ১১০। একই গ্রামের মৃত ফজলুল হক জমাদ্দারের ছেলে অভিযুক্ত মুনাফ জমাদ্দার  ভুক্তভোগী গিয়াস মাহমুদ রাজা মিঞার বসতবাড়ীর সম্পত্তি রেকর্ড করে নিয়ে যাওয়ায় এবং তাঁর এস এ খতিয়ানের অংশ অনুযায়ী যাহা প্রাপ্য তার চেয়ে বেশি সম্পত্তি বেশিই রেকর্ড করে নেয়ায় গিয়াস মাহমুদ রাজা মিঞার সাথে মুনাফ জমাদ্দারের সাথে মতবিরোধ সৃষ্টি হয়। সেই মতোবিরোধের জেরে  গিয়াস মাহমুদ রাজা মিঞাকে ঘায়েল ও হত্যা করার জন্য মুনাফ জমাদ্দারের  স্ত্রী মোসা. ফেরদৌসী আক্তার তাঁর বাবার বাড়ি থেকে গত ১৩/১১/২০২২ইং তারিখ পিরোজপুর—কাউখালি থেকে ৮/১০ জন ভাড়াটিয়া দুর্বৃত্ত সন্ত্রাসীকে নিয়ে আসেন। কিন্তু ঐ সময় গিয়াস মাহমুদ রাজা মিঞা তার চাকুরীর সুবাদে বাড়িতে অবস্থান না করায় প্রাণে রক্ষা পান।

পরর্বতীতে ২০২২ইং সালের অক্টোবর ও নভেম্বর মাসে রাজাপুর থানার পুলিশের এসআই ( নিঃ) আল হেল্লাল সিকদার বিপি ৭৬৯৬০৭৭৮১৫ কে ঘুষ দিয়ে ম্যানেজ করে এবং তার মাধ্যমে গিয়াস মাহমুদ রাজা মিঞাকে বিভিন্নভাবে হয়রানি করে। এসআই আল হেল্লাল সিকদার গিয়াস মাহমুদ রাজা মিঞার বাড়িতে গিয়ে বসতবাড়ি মুনাফ জমাদ্দারকে ছেড়ে দেওয়া জন্য হুমকি প্রদান করেন। এবং গিয়াস মাহমুদ রাজা মিঞার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে বিভিন্ন মামলায় তার নাম ঢুকিয়ে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এ বিষয়ে গিয়াস মাহমুদ রাজা মিঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, “তৎকালীন ঝালকাঠি জেলাধীন রাজপুর থানার পুলিশের এস আই (নিঃ) আল হেল্লাল সিকদার বিপি ৭৬৯৬০৭৭৮১৫ ও তাঁর দালাল মেহেদি হাসান মুনাফ জমাদ্দার ২০২২ইং সালে আমার কাছে চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকার করি এবং ঝালকাঠী পুলিশ সুপার টুটুল স্যার এর কাছে এদের বিরুদ্ধে অভিযোগ দেই। অভিযোগ দেয়ার পরে এসআই ( নিঃ) আল হেল্লাল সিকদার ও তাঁর দালাল মেহেদি হাসান মুনাফ জমাদ্দার নীরব ছিল। এসপি আর কতোদিন থাকবে? এই বলে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এস আই আল হেল্লাল সিকদারের দালাল হইলো এই মুনাফ জমাদ্দার। এস আই আল হেল্লাল সিকদারকে দিয়া মুনাফ জমাদ্দার এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলেছে। এছাড়াও মুনাফ জমাদ্দারের আত্মীয় স্বজন অস্ত্রধারি শীর্ষ সন্ত্রাসী থাকায় তিনি নিজের স্বার্থে ও টাকার বিনিময়ে যেকোন অসামাজিক কর্মকাণ্ড করিতে দ্বিধাবোধ করেন না। ”

গিয়াস মাহমুদ রাজা মিঞা কান্নজড়িত কণ্ঠে আরও বলেন, “বর্তমানে ঝালকাঠির পুলিশ সুপার টুটুল স্যারের বদলী হয়ে যাওয়ায় পুলিশের দালাল মুনাফ জমাদ্দার—এসআই (নিঃ) আল হেল্লাল সিকদারকে ঘুষ দিয়ে ম্যানেজ করে আমাকে গ্রেফতার করে অজ্ঞাত নামা মামলার আসামি করে চালান দেয়। যা ঝালকাঠি জেলাধীন রাজপুর থানার মামলা নং ০৫, তারিখ ২৯/০৮/২০২৪ ইং জি আর নং ১০১, ধারা – ৩/৩ (ক) /৪ The Explosive Substances Act, 1908 তৎসহ ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৪২৭/৩৭৯/৩৮০/৪৩৬/৫০০/৫০৬ (২) পেনাল কোড। উল্লেখ্য এই মামলার আগে আমাকে ঘায়েল ও বিপদে ফেলার জন্য মেহেদি হাসান মুনাফ জমাদ্দার অবৈধ অস্ত্র (পাইপ গান) সংগ্রহ করে। সেই সংগ্রহ করা অবৈধ অস্ত্র পাইপগানটি দিয়ে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে অসমর্থ  হয় কারণ গোপন সূত্রে আমি বিষয়টি জানতে পেরে সতর্ক ছিলাম। আমি নিরীহ, অসহায় ও হত দরিদ্র মানুষ, বর্তমানে খুবই আতঙ্কগ্রস্থ ও মানবেতর জীবন যাপন করছি। আমি মানসিকভাবে অসহায় ও দুর্বৃত্তদের কাছে জিম্মি হয়ে পড়েছি। আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন, এ অভিযোগের সত্যতা যাচাই-বাছাই ও সঠিক তদন্ত করে সূত্রে বর্ণিত মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতি, এসআই আল হেল্লাল সিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পুলিশের দালাল মুনাফ জমাদ্দারের কাছ থেকে তার সংগ্রহ করা অবৈধ অস্ত্র পাইপ গানটি উদ্ধার করে তাঁকে ও তাঁর সংঘবদ্ধ দুর্বৃত্ত চোরাগোপ্তা বাহিনী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ন্যায় বিচার নিশ্চিত করা হয়।

এ বিষয়ে মেহেদি হাসান মুনাফ জমাদ্দারের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন