মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

দেশ

শ্রীপুরে তুলা রাখার গুদামে আগুন!

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি ১২ ডিসেম্বর, ২০২৪, ১৫:০৮:৫০

73
  • শ্রীপুরে তুলা রাখার গুদামে আগুন!

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় তুলা রাখার একটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার জহিরুল হক সরকারের  তুলা রাখার  গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয়রা  জানান সলিং মোড় এলাকার আকলিমা খাতুন নামের একজনের জমি ভাড়ায় নিয়ে তুলার ব্যবসা করতেন জহিরুল হক সরকার। বুধবার সকাল থেকেই ওই গুদামে তুলা কাটার মেশিন কাজ চলছিল। সন্ধ্যার দিকে আকস্মিক ভাবে সেখানে আগুন লাগে। পরে গুদামে রাখা তুলা-কাপড়ের মিশ্রণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট  এক ঘণ্টার চেষ্টায় আগুন পরিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী জহিরুল হক সরকার বলেন, ‘আমি বাসায় অবস্থান অবস্থান করছিলাম। হঠাৎ শুনি আমার গুদামে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তিনি বলেন, তুলার মেশিন, তুলা ও কাপড় মিলিয়ে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির নিশ্চিত করে জানান পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ২ ইউনিটের  এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন