বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

দেবীগঞ্জে নির্বাচনি সহিংসতার মামলায় ইউপি চেয়ারম্যান আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি ১১ ডিসেম্বর, ২০২৪, ১৯:৩২:২৫

74
  • দেবীগঞ্জে নির্বাচনি সহিংসতার মামলায় ইউপি চেয়ারম্যান আটক

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং সরকারি যানবাহন ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার উদ্যেশে এক যুবককে আহত করার মামলায় গোলাম রহমান সরকার নামে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের টেপ্রীগঞ্জ বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক গোলাম রহমান সরকার টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদেও রয়েছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, ”নির্বাচনি সহিংসতার মামলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজনকে হত্যার উদ্যেশ্যে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত করে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”

উল্লেখ্য, ২১ মে সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল দিতে দেড়ি হওয়ায় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা। এতে আহত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ছয়জন। এছাড়া নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাবাদী হয়ে দেবীগঞ্জ থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া আগস্টের ৪ তারিখ দেবীগঞ্জ করতোয়া সেতু এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুরুতর আহত হন কয়েকজন। এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন