শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

দেশ

মহম্মদপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৫১:১১

77
  • ছবি : নিউজজি

মাগুরা: মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপির) আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বারিক বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বয়ক অ্যাড. খাঁন রোকনুজ্জামান, অ্যাড. মিথুন রায় চৌধুরী ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা।

মহম্মদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. মনিরুল ইসলাম মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আলম শিকদার সজিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন