বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

শ্রীনগরে বড় ভাইয়ের বিরুদ্ধে দোকান দখলে নেয়ার অভিযোগ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ৬ ডিসেম্বর, ২০২৪, ১৭:০৪:৩৯

72
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: শ্রীনগরে ছোট ভাইয়ের মৃত্যুর দেড়মাস পর তার মালিকানা দোকানে তালা দিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে দোকান দখলে নেয়া অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার শ্রীনগর-ভাগ্যকুল অটোস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে।

এর আগে বড় ভাই শেখ শাহানুজ্জামান জোড়পূর্বক দোকানের ভাড়াটিয়া আব্দুর সাত্তারের লোকজনকে দোকান থেকে বের করে দেন। এই ঘটনায় দোকান মালিক মৃত সোহেল মাহমুদের স্ত্রী সানজিদা খানম পলি বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই স্থানে জেলা পরিষদের জায়গায় দোকানঘর নির্মাণ করে সোহেল মাহমুদ প্রায় ৫ বছর আগে সাত্তারের কাছে ভাড়া দেয়। ভাড়ার চুক্তিপত্রে সোহেলের বড় ভাই শাহনুজ্জামান নিজে স্বাক্ষী হয়। এতোদিন ধরে সাত্তার চুক্তি অনুসারে সোহেলকে ভাড়া পরিশোধ করে আসছিল। দেড় মাস আগে সোহেল স্ত্রী ও ছোট ছোট সন্তান রেখে মারা যায়। সোহেল মারা যাওয়ার পরও তার স্ত্রীর কাছে সাত্তার ভাড়া পরিশোধ করে। হঠাৎ করে শেখ শাহানুজ্জামান লোকজন নিয়ে ভাড়াটিয়াকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দেয় দোকানটি দখলে নেয়।

সোহেলের স্ত্রী সানজিদা খানম পলি জানান, আমার স্বামী মারা গেছে। ছোট ছোট সন্তানদের নিয়ে আমি বাকরুদ্ধ। এই অবস্থায় সোহেলের আপন বড় ভাই আমাদের দোকানটি দখল নিতে চাচ্ছে। সে কিভাবে এতিমদের সম্পদে হাত দেয় প্রশ্ন তার।

এ ব্যাপারে শেখ শাহানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি ভাড়াটিয়াকে বের করে দিয়ে দোকানে তালা দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, দোকানটি ২০১৮ সালে আমার নামে লীজ নেয়া। এতোদিন সোহেলই জোড় করে দখলে রেখেছিল। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন