বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে ‘হিন্দু ছাত্রদের ওপর আক্রমণ’ বলে প্রচার

নিউজজি প্রতিবেদক ৬ ডিসেম্বর, ২০২৪, ১৫:৩৮:২৩

67
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ‘ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে টার্গেট করা হচ্ছে’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রচারিত ওই ভিডিওটি ২৭ হাজার বার দেখা হয়েছে।

তবে ফ্যাক্টচেক নিয়ে কাজ করা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি হিন্দু ছাত্রদের ওপর আক্রমণের নয় বরং গত ২৫ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকায় শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যকার সংঘর্ষের ভিডিও’র খণ্ডিত অংশ।

ভিডিওর শুরুতে স্পষ্টভাবে শোনা যায়, একজন বলছেন, ‘ঢাকা থেকে আগত একজন শিক্ষার্থীকে বেধড়ক পেটাচ্ছে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।’

অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, দেশীয় একটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেল থেকে ওই অংশটুকু সংগ্রহ করা হয়। যে ভিডিওটি প্রচারিত হয়েছিল ২৫ নভেম্বর। ভিডিওটির শিরোনাম ছিল— ‘LIVE: র’ণ’ক্ষে’ত্র মাহবুবুর রহমান মোল্লা কলেজ… | উক্ত ভিডিওর একটি নির্দিষ্ট অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া গেছে।

ঘটনার অনুসন্ধানে জানা গেছে, গত ২৫ নভেম্বর সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশ শিক্ষার্থী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় তারা কলেজ ভবন ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করে। এর এক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

ওই ঘটনার সাথে সাম্প্রদায়িকতার কোনো যোগসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যমেও এমন কোনো তথ্য আসেনি। রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাধিক কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিওকে ঢাকায় হিন্দু ছাত্রদের নির্মমভাবে পেটানো হচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। যা বিভ্রান্তিকর এবং মিথ্যা।

নিউজজি/এস দত্ত/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন