বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

দেশ

মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ : বাঁচানো গেল না শিশু আব্দুল্লাহকে

নিউজজি প্রতিবেদক ৬ ডিসেম্বর, ২০২৪, ১৫:১২:৩৯

78
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আব্দুল্লাহ (১৩) নামে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় ওই শিশুর বাবা-মা ও ছোট ভাইয়ের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল্লাহ নামে দগ্ধ এক শিশু আজ (শুক্রবার) সকাল সোয়া ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় অন্যদের মধ্যে শাহজাহান নামে এক ব্যক্তি ৬ শতাংশ দগ্ধ হলে তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া শাহজাহানের স্ত্রী স্বপ্না ১৪ শতাংশ ও  শিশু ইসমাইল ২০ শতাংশ দগ্ধ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাদের সবার শ্বাসনালি পুড়ে গিয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

গত রোববার (২৪ নভেম্বর) ভোর রাতে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসায় চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশু-নারীসহ ৭ জন দগ্ধ হন।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন