রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

নবীনগরে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২৯ নভেম্বর, ২০২৪, ১৭:৩৭:৩১

90
  • নবীনগরে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ শক্রবার বিকালে বার আউলিয়া ইসলামিয়া আলিম মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এ সময়, অত্র ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সফিকুল ইসলাম সফু'র সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কেএম মামুনুর অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, পৌর কৃষকদলের আহ্বায়ক আনেয়ার হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন খান, ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হামিদুল হক হামদুসহ জেলা উপজেলা ও উপজেলার প্রত্যেক ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন