রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

রাঙামাটিতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫

রাঙামাটি প্রতিনিধি ২৯ নভেম্বর, ২০২৪, ১৭:০৭:০৭

62
  • ছবি : সংগৃহীত

রাঙামাটি: চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কে পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে ১ শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে বাঙালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম পাইমে মারমা। তিনি বান্দরবান সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি।  

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন এলাকায় পর্যটকবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ১জন নিহত এবং ৫ জন আহত হয়। পরে উপজেলার বিভিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজজি/আরএইচ

 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন