রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

নিখোঁজের ১৭ দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার

চট্টগ্রাম: প্রতিনিধি ২৯ নভেম্বর, ২০২৪, ১৭:০৬:৫১

72
  • ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই শিশুর নাম তাবাসসুম (৬)। সে স্থানীয় আমান হোসেনের কন্যা।

ভূজপুর থানার ওসি গোলাম সরওয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, গত ১৭ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় তাবাসসুম। পরদিন ভূজপুর থানায় শিশুর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজ থাকার ১২ দিন পর পাশের বাড়ির একটি সেপটিক ট্যাংকে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিউজজি/আরএইচ

 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন