রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

সাভারে চুরি হওয়া গাছসহ ট্রাক জব্দ

সাভার প্রতিনিধি ২৯ নভেম্বর, ২০২৪, ১৭:০০:২০

205
  • সাভারে চুরি হওয়া গাছসহ ট্রাক জব্দ

সাভার: সাভারে গাছ চুরি করে বিক্রি করার সময় গাছসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় এমন ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি গান্ধারিয়া এলাকায় ‘‘সাভার থানা অসহায় পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির” লিজকৃত জমি থেকে বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে বিক্রয়, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গনি, হাকিম, মনির, আলমগীর, আব্দুল গফফার সহ কয়েকজনের বিরুদ্ধে ভুক্তভোগীরা আদালতে দুটি মামলা দায়ের করেন। সকালে জোরপূর্বক গাছ কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাছসহ ট্রাক আটক করে পুলিশকে খবর দেয়।

এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে গাছসহ ট্রাকটি জব্দ করলেও অভিযুক্তরা দৌঁড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন, একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্দকৃত গাছের আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা বলেও জানান তিনি।

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন