রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

সাভারের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী জব উৎসব

সাভার প্রতিনিধি ২৯ নভেম্বর, ২০২৪, ১৬:৫১:২০

505
  • সাভারের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী জব উৎসব

সাভার: সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দু’দিনব্যাপী জব উৎসব। বিভিন্ন শিল্পখাতে ৬০০ এর বেশি পদে ২৫০০ এর বেশি চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ দিতে শতাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেছে।

শুক্রবার সকালে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যতিক্রমধর্মী এমন আয়োজনের উদ্ধোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আখতার।

বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম এবং মাইক্রোসফটের (বাংলাদেশ, ভুটান, নেপাল) ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চাকরি উৎসবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হবে এবং চাকরি প্রার্থীরাও নিজেরা প্রস্তুতি নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং তরুণ চাকরিপ্রার্থীদের কর্মজীবন শুরু করার একটি প্ল্যাটফর্ম হিসেবে এমন আয়োজন করা হয়েছে।

শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী এই আয়োজনটি শনিবার দিনব্যাপী চলবে। শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বজায় রাখতে এবং বিশ্ববাজারের চাহিদার সাথে নিজেদের দক্ষতার সামঞ্জস্য ঘটাতে এমন কার্যক্রম হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিযোগিতামূলক বাজারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন