রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

বগুড়া প্রতিনিধি ২৯ নভেম্বর, ২০২৪, ১৬:১৬:২৫

79
  • ছবি : সংগৃহীত

বগুড়া: মাহাদী হাসান নামে নিখোঁজ এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় মুক্তিপণের একটি চিরকুট পাওয়া যায়।

জানা যায়, মাহাদী (৪) ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এছাড়া এ ঘটনায় আটক নারীর নাম তাহমিনা খাতুন। তিনি শিবগঞ্জের জানগ্রাম এলাকার আনিস মণ্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী ইসলাম। আজ সকালে তাহমিনা খাতুনকে একটি বস্তার পাশে পায়চারি করতে দেখে আরেক প্রতিবেশী রতনের সন্দেহ হয়৷ এ সময় তিনি ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়৷

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে। আমাদের ধারণা, মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

 

নিউজজি/আরএইচ

 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন