শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

সিরাজদিখানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজজি ডেস্ক ৮ নভেম্বর, ২০২৪, ১৭:২৮:৪৬

72
  • সংগৃহীত

ঢাকা: সিরাজদিখানে পরকীয়া প্রেমের জেরে প্রবাসী আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত  ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরপানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে হাসান মিয়া দীর্ঘ ১১ বছর ধরে কুয়েতে ছিলেন। এ সময় ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের পরকীয়ার সম্পর্ক চলছিল বেশ কয়েক বছর ধরে। ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ৪ দিন আগে দেশে আসেন বড় ভাই হাসান মিয়া।

পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে আজ একটি সালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতক হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।

বালুচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সাথে তার ভাবীর পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছে। আজ প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আছে। ভাবীর সাথে দেবরের প্রেম ঘটিত বিষয়ে এই হত্যাকাণ্ড বলে শুনেছি।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন