রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩১ অগ্রহায়ণ ১৪৩১ , ১৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

রংপুরে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র পরিষদের মহাসড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৪, ১৭:৫২:৫৫

54
  • ছবি: সংগৃহীত

রংপুর: ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

স্বতন্ত্র পরিদফতর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করাসহ ৬ দফা দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা বলেন, মেডিকেল টেকনোলজি দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। বিদেশে টেকনোলজি যথাযথ মূল্যায়ন করা হয়। কিন্তু বাংলাদেশের সেই মূল্যায়নটি করা হয় না।

রংপুর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ সমন্বয়ক তমাস শিকদার বলেন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন, সকল অনুষদে বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপ, প্রশিক্ষণ ভাতা চালু করাসহ ৬ দফা দাবি তুলেছি আমরা।

দুই ঘণ্টা পর সড়কের অবরোধ তুলে নেন তারা। দাবি আদায় না হলে মহাপরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেন আন্দোলনকারীরা।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন