রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

দেশ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদ গ্রেপ্তারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি ৩০ অক্টোবর, ২০২৪, ১৯:৪৪:২৮

51
  • সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদ গ্রেপ্তারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

মৌলভীবাজার: সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি গ্রেপ্তারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল করেছে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজুর নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি হবিগঞ্জ সড়কের ভূমি অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু, সহসভাপতি মো. শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোচ্ছাবির আলী মুন্না, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, উপজেলা সেচ্ছাসেবক দলের আজবায়ক বেলাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমদ প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র মো. মহসিন মিয়া সমর্থীত নেতাকর্মীরা মেয়রের ডাক বাংলা রোডস্থ বাসার সামন থেকে  একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে চৌমুহনা চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহসভাপতি কাজী আব্দুল গফুর, সাবেক কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলকাছ মিয়া, যুব নেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, রুহেল মিয়া, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা টিটু দাস, ভুট্টু মিয়া, মোবারক হোসেন, আব্দুর রহমান খান পাশাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

আনন্দ মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদকে উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন