মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ , ১৯ শাবান ১৪৪৬

দেশ

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ১৩ অক্টোবর, ২০২৪, ১৮:০৬:৫৯

78
  • টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোপালগঞ্জ: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে রক্ষা পাওয়ার উপায় নিয়ে ফায়ার সার্ভিসের মহড়া হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় জনতা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার খান এহসানুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন