শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ , ২৯ রবিউস সানি ১৪৪৬

দেশ

কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি ৯ অক্টোবর, ২০২৪, ১৯:৩৪:১০

56
  • ছবি: সংগৃহীত

কুষ্টিয়া:  দৌলতপুরে বজ্রপাতে ১ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার হোসেনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার গৈরীপাড়া মাঠে কাজ করছিল বেশ কয়েকজন কৃষক। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠের পাশের একটি মাচাই আশ্রয় নিলে তীব্র বজ্রপাতে কৃষক নিজাম (৪৮), তরিকুল (২৫) আওলাদ (৬০) ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও ৬ জন আহত হন। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এদের সবার বাড়ি হোসেনাবাদ এলাকায়।

অন্যদিকে, উপজেলার ফারাকপুরে পুকুরে গোসল করা অবস্থায় জহুরা খাতুন (৪০) নামে এক নারী বজ্রপাতে নিহত হয়েছেন।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন