সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ , ১১ শাবান ১৪৪৬

দেশ

অশ্বদিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি ৭ অক্টোবর, ২০২৪, ১৯:৩২:০১

232
  • অশ্বদিয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরন্ময়  ভৌমিকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন করেছে।

সোমবার (৭ অক্টোবর)  সকাল ১১টায়  ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের মৃধাহাট  উচ্চ বিদ্যালয়ের  স্কুল আঙ্গিনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ৪ জুন ২০২৩ তারিখে প্রধান শিক্ষক মোটা অংকের অর্থ লেনদেনের বিনিময়ে নৈশ প্রহরী ও অফিস সহায়ক শূন্য পদে ২ জন কর্মচারী নিয়োগ দেন। এতে নিয়োগ কমিটির  বিরোধিতা থাকলেও তার কোন তোয়াক্কা করেননি প্রধান শিক্ষক। এছাড়াও বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজসহ বেশ কিছু সংস্কার কাজের নামে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর যোগসাজশে অর্থ আত্মসাৎ করেন তিনি। 

স্কুলের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বৈষম্যমূলক ও স্বেচ্ছাসারী আচরণের কারণে এই স্কুল থেকে বহু শিক্ষার্থী অন্যত্র চলে যাওয়ারও অভিযোগ রয়েছে। বিদ্যালয় এর মুসলিম শিক্ষার্থীরা বিদ্যালয় আঙ্গিনায় নামাজের ব্যবস্থা করার জন্য অনুরোধ করলেও  নামাজের কোনো ব্যবস্থা করেননি তিনি । স্কুল মাঠ  শিক্ষার্থীদের খেলাধুলার অনুপযোগী  হয়ে থাকলেও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়াও ইতোমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে এ প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ হলেও বিগত ক্ষমতাসীন দলের আশ্রয় প্রশ্রয়ে তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিক্ষা অধিদপ্তর। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে  প্রায় ৩ ঘণ্টা ও বেশি সময় অফিসে জিম্মী হয়ে থাকতে হয়েছে প্রধান শিক্ষককে ।

এ বিষয়ে প্রধান শিক্ষক হীরন্ময়  ভৌমিক জানান, তার বিরুদ্ধে আনীত শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ গুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন