শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ , ২৯ রবিউস সানি ১৪৪৬

দেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ সাংবাদিক খালাস

রংপুর প্রতিনিধি ৭ অক্টোবর, ২০২৪, ১৮:৩৫:০৬

87
  • ছবি: সংগৃহীত

রংপুর: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন রংপুর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত। সোমবার (৭ অক্টোবর) দুপুরে আদালতের বিচারক আবদুল মজিদ এ আদেশ দেন।

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানার ভিজিডির চাল বণ্টন নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, দেশ রূপান্তরের সাংবাদিক মামুন রশিদ ও অনলাইন রংপুরের কণ্ঠ পত্রিকার সাংবাদিক শরিফুল ইসলামের নামে ২০২১ সালের ১৪ জুন রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি হয়েছিল।

পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিনের শুনানি শেষে সাংবাদিকদের বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় দৈনিক যুগের আলো ও মানবকণ্ঠ পত্রিকায় ২০২১ সালের ২৪ মে ‘ভিজিডির কার্ডে চাল নেন সদ্যপুস্করনী ইউনিয়নের চেয়ারম্যানের শাশুড়ি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মহিউদ্দিন মখদুমী। একই দিনে অনলাইন নিউজ পোর্টাল রংপুরের কণ্ঠের সাংবাদিক একই শিরোনামে খবরটি প্রকাশ করেন। দেশ রূপান্তর পত্রিকাতেও একই খবর প্রকাশিত হয়।

প্রতিবেদনের মাধ্যমে সদ্যপুস্করনী ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়। ২০২১ সালের ৫ নভেম্বর কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) শাহ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলা থেকে খালাসের পর সাংবাদিক মহিউদ্দিন মখদুমীসহ বাকি দুই সাংবাদিক বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। সত্য প্রকাশ করে যাবো সব সময়।

নিউজজি/আরএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন