শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

ইউনিয়ন চেয়ারম্যানদের অপসারণ চান রুহুল কবির রিজভী

নিউজজি প্রতিবেদক ১ অক্টোবর, ২০২৪, ২০:৫৭:২২

205
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সারাদেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ইউপি চেয়ারম্যানদের টিকিয়ে রেখে শেখ হাসিনার দোষরদের প্রশ্রয় দেয়া হচ্ছে।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গার্মেন্টস কারখানা ও পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা প্রসঙ্গেও অভিযোগ করেন। হুঁশিয়ারি করে তিনি বলেন, প্রতিবেশী প্রভুদের মদদ নিয়েও ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না।

রুহুল কবির রিজভী আরও বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শুধু আয়না ঘর নয়, দেশে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিলেন শেখ হাসিনা।

নিউজজি/ এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন