শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ , ২১ রমজান ১৪৪৬

দেশ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে সহস্রাধিক

নিউজজি প্রতিবেদক ১ অক্টোবর, ২০২৪, ১৯:৫৭:০৩

106
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীসহ সারাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬৬ জন মারা গেছেন। এর মধ্যে ৮৩ জন অর্থাৎ অর্ধেকই সেপ্টেম্বর মাসে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ হাজার ৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই ১৯ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৪১ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন ও সিলেট বিভাগে ১২জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪৯৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন