শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ , ১৫ মুহররম ১৪৪৭

দেশ

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব ৯

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১৮:৩৮:০৫

268
  • বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব ৯

ব্রাহ্মণবাড়িয়া: বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯।  বুধবার (১৭ সেপ্টেম্বর দিবাগত রাতের শেষ প্রহরে) আনুমানিক ৪টা.৩০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে ১২৪ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার উত্তর মোড়াইলের মো. জামাল মিয়ার ছেলে মো. আমিনুজ্জামান(৪০) এবং শহরের পাইকপাড়া (চ্যামেলীবাগ) বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইব্রাহিম হোসেন (২৬) ও  সদর উপজেলাধীন পুনিয়াউট গ্রামের মৃত ইসমাইল হোসেন এর ছেলে মো. ইয়াছিন (২৮)।

র‌্যাব-৯, সিলেট এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল বুধবার (১৭ সেপ্টেম্বর দিবাগত রাতের শেষ প্রহরে) ভোর আনুমানিক ৪টা.৩০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে ১২৪ বোতল ফেনসিডিলসহ আমিনুজ্জামান, ইব্রাহিম ও ইয়াছিন নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা  তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন