মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

মোরেলগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজজি ডেস্ক ১০ আগস্ট, ২০২৪, ১৭:৫৪:০৯

90
  • মোরেলগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পরীক্ষিত মিস্ত্রি উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রির ছেলে। 

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ওই সালিশ বৈঠক এড়াতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্ত্রী সবিতা রানীর।

সবিতা রানী বলেন, মূলত মানসিক চাপে পরীক্ষিত মিস্ত্রি আত্মহত্যা করেছেন। জমি-জমা নিয়ে ঝামেলা ছিল।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, পুলিশের স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন