শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেই নির্বাচন: রিজওয়ানা হাসান

নিউজজি ডেস্ক ১০ আগস্ট, ২০২৪, ০০:৩৪:২৭

69
  • সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেই নির্বাচন: রিজওয়ানা হাসান

ঢাকা: অন্তর্র্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবে সরকার । শুক্রবার (৯ আগস্ট) অন্তর্র্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর সরকারি বাস ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমানে ভেঙেপড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, জন নিরাপত্তা, সংখ্যালঘু সম্প্রদায়সহ অন্যান্য মানুষের ওপর হামলা প্রতিরোধ, হয়রানিমূলক মামলা রোধকরাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। 

বৈঠক শেষে অন্তর্র্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা সবাই যাতে একটি গণতান্ত্রিক দেশের যাত্রা শুরু করতে পারি, তার প্রস্তুতির জন্য এই অন্তর্র্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতির জন্য যে সময় দরকার, সেটাই আমরা নেব। শেষ পর্যন্ত আমরা গণতন্ত্রের দিকে যাব’। 

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তন করার জন্য তারা (শিক্ষার্থীরা) আন্দোলন করেছেন। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে, আজকে আমাদের বেশিরভাগ আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা নিয়ে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন