রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি ৯ আগস্ট, ২০২৪, ১৭:১৪:৪৯

80
  • ছবি : নিউজজি

পঞ্চগড়: দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় দেবীগঞ্জ সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে আংশিক কমিটি গঠনের কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় ওয়াসিস আলমকে। এছাড়া সমন্বয়ক হিসেবে খালিদ মাহমুদ সৈকত, রাকিব আদনান, রকি ইসলাম, নিবিড় মল্লিক, মো. সাদিকুজ্জামান সাদিক, রেজওয়ানুল ইসলাম রাহি, লিজা, অন্তর পাল, মোতাকাব্বির আল ফাহিম, শাহনেওয়াজ আলম শাহিনুর, মো. তাওয়াজ মল্লিক, আবুজার জিফারি, সোয়াইব, নাহিদ রানা, আসাদুজ্জামান মুন্না, মনিরুজ্জামান ফয়সাল, সাজ্জাদ, আপন ইসলাম ও আলামিন খন্দকারের নাম প্রকাশ করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ওয়াসিস আলম বলেন, আমাদের আন্দোলন এখনো থেমে যায়নি। এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। তাই সকলকে সুসংগঠিত করে রাখার জন্য সমন্বয়কদের একটি তালিকা করা হয়েছে। এখানে যারা আন্দোলনের সময় শিক্ষার্থীদের একত্রিত করে আন্দোলন সফল করেছেন তাদের নাম রাখা হয়েছে। এছাড়া সহ-সমন্বয়ক এবং উপ-সমন্বয়কের তালিকাও পরবর্তীতে প্রকাশ করা হবে। এই তালিকার বাইরে দেবীগঞ্জে আর কোনো সমন্বয় কমিটি নেই।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন