শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

সৈয়দা রিজওয়ানা হাসান যে মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন

নিউজজি ডেস্ক ৯ আগস্ট, ২০২৪, ১৬:৫৬:৪৭

113
  • ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এসব দায়িত্বের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন সুপরিচিত পরিবেশ অধিকার কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এ সরকারে প্রধান উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী। পরিবেশ বিষয়ক সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী তিনি। দেশের পরিবেশ বিষয়ক নানা বিষয়ে তিনি সবসময় সক্রিয় ভূমিকা রাখেন। পরিবেশ সংক্রান্ত ন্যায়বিচারের ক্ষেত্রে অবদানের জন্য তাকে ২০২১ সালে ‘এশিয়ার নোবেল’ খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত করা হয়। টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের ‘৪০ পরিবেশ বিষয়ক হিরোর’ একজন ছিলেন তিনি।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন