রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

গাজীপুর জেলা কারাগারে গোলাগুলিতে ১৬ জন আহত

নিউজজি ডেস্ক ৮ আগস্ট, ২০২৪, ১৯:৪৯:১৮

86
  • গাজীপুর জেলা কারাগারে গোলাগুলিতে ১৬ জন আহত

ঢাকা: গাজীপুর জেলা কারাগারে গোলাগুলির ঘটনায় ১৬ জন আহত। মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির জন্য বিদ্রোহ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি করেছে কর্তৃপক্ষ।

এ সময় ১৩ বন্দি ও তিন কারারক্ষী আহত হয়েছেন বলে গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা আক্তার জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে কারাগারের ভেতরে থাকা বন্দিরা আন্দোলন শুরু করে। তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কারা কর্তৃপক্ষ বলছে, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দির বিক্ষোভের খবর আসছিল। ছাত্র ও রাজনৈতিক মামলায় জামিনপ্রাপ্ত আসামিদের বৃহস্পতিবার মুক্তি দেওয়া হলে সেখানে থাকা বন্দিরাও মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করে।

পরে বন্দিদের পালিয়ে যাওয়া ঠেকাতে কারারক্ষীরা গুলি করতে শুরু করে। তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হলে ১৩ বন্দি ও তিন কারারক্ষী আহত হন। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এসব বিষয়ে দায়িত্বশীল কোন কর্মকর্তার কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঘটনার বর্ণনায় গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা আক্তার জানান, প্রথমে সব শান্ত ছিল। তারপর যখন বন্দিরা বিদ্রোহ শুরু করলো, তখন রাবার বুলেট ছুড়লে ৫-৬ জন জ্ঞান হারিয়ে ফেলেছিল। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের জ্ঞান ফিরে আসে। তিনি বলেন, “অনেকের শরীর রাবার বুলেটের আঘাত ছিল, এখন ড্রেসিং করে দিয়েছি। এরপর দেখলাম একজনের পর একজন আসতেছে। কারও চোখে আঘাত, কারও মাথায় আঘাত, কারও পায়ে আঘাত। অনেকেই সেলাই করা লাগছে।

“হয়ত কাউকে সরকারি হাসপাতালে পাঠানো লাগতে পারে। এ পর্যন্ত ১৩ জন বন্দি ও তিনজন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন ।”

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন