মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

সব বন্দিদের মুক্তি দেয়া হবে: রাষ্ট্রপতি

নিউজজি ডেস্ক ৫ আগস্ট, ২০২৪, ২৩:৫২:১৫

134
  • ছবি: বিটিভি

ঢাকা: দেশে চলমান পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সব বন্দি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রদান করছি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন। তিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহণ বিমান দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন