রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ , ১ জুমাদিউল আউয়াল ১৪৪৬

দেশ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় ৩২ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার অভিনন্দন

নিউজজি ডেস্ক ১ আগস্ট, ২০২৪, ১৯:৩৬:০১

120
  • ছবি: সংগৃহীত

ঢাকা: একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারকে ৩২জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অভিনন্দন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই অভিনন্দন জানান।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের মহাসচিব মো. শাহজাহান কবির বীর প্রতীক এই বিবৃতিটি স্বাক্ষর করে গণমাধ্যমে পাঠান।

স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুজি করে গত কয়েকদিন দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে প্রাণহানীসহ বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করায় ও মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা স্বপক্ষের শক্তির দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার আজ (১ আগস্ট) জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বিবৃতিতে একই সাথে জামায়াত-শিবিরসহ অন্যান্য সন্ত্রাসীদেরকে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করার অপরাধে আইনের আওতায় এনে বিচার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এছাড়া তারা বর্তমান কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধ করে বলেন, সরকার যেহেতু তোমাদের দাবি-দাওয়া সম্পূর্ণ মেনে নিয়েছে সে জন্য আমরা অনুরোধ করছি আন্দোলন পরিহার করে পড়ায় মনযোগ দেয়ার জন্য।

বিবৃতিদাতা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- ক্যাপ্টেন শাহাব উদ্দিন বীর উত্তম, অনারারী ক্যাম্পেন আদুল হক বীর বিক্রম, মেজর জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম, লে. কর্নেল আব্দুর রউফ বীর বিক্রম, মেজর জেনারেল মো. মাসুদুর রহমান বীর প্রতীক, লে. কর্নেল মো. দিদারুল আলম বীর প্রতীক, ক্যাপ্টেন কাজী আ. সাত্তার বীর প্রতীক, ডি.আই.জি (আব) কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, মেজর ওয়াকার হাসান বীর প্রতীক, প্র. ডা. আব্দুল্লাহ আল মামুন বীর প্রতীক, মো. শাহাজাহান কবির বীর প্রতীক, গোলাম আজাদ বীর প্রতীক, নুর উদ্দিন বীর প্রতীক, মো. মমিন উল্লাহ্ পাটোয়ারী বীর প্রতীক, সৈয়দ রেযোয়ান আলী বীর প্রতীক, নুর উদ্দিন বীর প্রতীক, রতন আলী শরীফ বীর প্রতীক, মহিউদ্দিন মানিক বীর প্রতীক, মোজাম্মেল হক বীর প্রতীক, সরদার মহসীন আলী বীর প্রতীক, আ. হাকিম বীর প্রতীক, রফিকুল ইসলাম বীর প্রতীক, আ. মান্নান বীর প্রতীক, বজলুর মাহমুদ বীর প্রতীক, নুরুল হক বীর প্রতীক, বাহার উদ্দিন রেজা বীর প্রতীক, নুরুল ইসলাম বীর প্রতীক, হাবিবুর রহমান বীর প্রতীক, মো. ইদ্রিস আলী বীর প্রতীক, রফিকুল ইসলাম বীর প্রতীক, ফজলুল হক বীর প্রতীক ও আনিসুল হক বীর প্রতীক। -বাসস

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন