মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ , ৪ রবিউস সানি ১৪৪৬

দেশ

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত

নিউজজি ডেস্ক ১৮ জুন, ২০২৪, ১৭:২০:০৭

152
  • বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত

ঢাকা: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে সন্ত্রাসীদের গুলিতে মো. নাঈম নামে শান্তি পরিবহনের এক কর্মচারী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসীদ) গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অস্তিরতা বিরাজ করছে। তাদেরই ছোড়া গুলিতে ওই যুবক নিহত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।

বাঘাইহাট শান্তি কাউন্টারের লাইনম্যান জসিম উদ্দিন বলেন, কাউন্টারের সামনে গাড়ি রেখে সুপারভাইজার নাইম পাশের পুকুরে গোসল করতে যায়। পরে গোলাগুলি শুরু হলে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন আহত হয়। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যায়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন