রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

দেশ

মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মে ভোক্তার জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি ১৩ জুন, ২০২৪, ১৪:৩৭:৫৫

112
  • মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মে ভোক্তার জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ঔষধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা আইনে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ একটি টিমের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান,  মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারস্থ মোস্তফা বিজনেজ স্টোরকে ২ হাজার টাকা, হবিগঞ্জ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, স্বরণিকা ফার্মেসিকে ৩ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ভোক্তা স্বার্থে জেলাব্যাপী এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন