রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ , ২১ শাওয়াল ১৪৪৬

দেশ

জামালপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম : ৩ ছেলের মৃত্যু, সংকটাপন্ন মেয়ে

জামালপুর প্রতিনিধি ১৫ মে, ২০২৪, ১৯:০৪:৩১

135
  • জামালপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম : ৩ ছেলের মৃত্যু, সংকটাপন্ন মেয়ে

জামালপুর: ইসলামপুর উপজেলায় খুশি বেগম (৩০) নামে এক প্রসূতি প্রসব করা চার সন্তানের মধ্যে তিন ছেলে সন্তানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

জীবিত মেয়ের সন্তানের অবস্থাও সঙ্কটাপন্ন রয়েছে বলে জানিয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো.মাহফুজুর রহমান সোহান বুধবার (১৫ মে) সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি ছেলে ও ১টি মেয়ে সন্তান প্রসব করেন। পরে তিন সন্তানের মৃত্যু হয়।

ওই প্রসূতি উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল গিলাবাড়ী বেপারী পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী ও তিনি গার্মেন্টস শ্রমিক। চার সন্তানকে গর্ভে নিয়েই তিনি গার্মেন্টসে কাজ করেছেন। সম্প্রতি তিনি গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।

স্থানীয় ও প্রসুতির পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে তার প্রসব ব্যথা উঠলে স্বজনরা দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকাদের সহযোগিতায় স্বাভাবিকভাবে ওই প্রসূতি চার সন্তান প্রসব করেন।

পরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার প্রসূতি মা ও নবজাতক শিশুদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে নবজাতকদের শিশু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (স্কেনো ওয়ার্ডে) ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে ও দুই ছেলে মারা যায়।

এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো.মাহফুজুর রহমান সোহান বলেন, ইসলাপুর থেকে প্রসূতি মা ও চার নবজাতক শিশু হাসপাতালে আসেন। অপরিপক্ক নবজাতকদের শিশু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন সন্তান মারা যায়। জীবিত একজনের অবস্থাও সঙ্কটাপন্ন রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন