রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

দেশ

ঝালকাঠিতে বাসচাপায় এক ব্যবসায়ী নিহত

নিউজজি ডেস্ক ১৫ এপ্রিল, ২০২৪, ১২:৫৮:৪২

96
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মো. আবু তালুকদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে ভান্ডারিয়া-কাঠালিয়া আঞ্চলিক মহাসড়কে বান্ধাঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং তিনি বান্ধাঘাটা বাজারে মুদি ও মনোহারি ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী জানান, নিজ বাড়ি থেকে বান্ধাঘাটা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে রওনা হলে ঢাকা থেকে ছেড়ে আসা আমুয়াগামী যাত্রীবাহী বাসটি পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবু তালুকদার মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে দেয় এতে ৩/৪ ঘণ্টা ধরে শতাধিক যানবাহন আটকা পড়ে।

কাঠালিয়ার থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসি টিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন