বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

রাজধানীতে যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

নিউজজি প্রতিবেদক ১৫ এপ্রিল, ২০২৪, ১২:৪৬:৪৭

97
  • ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্লবীতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম পাভেল (৩২)। তিনি বাড্ডা এলাকায় পরিবারের সাথে থাকতেন এবং গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পল্লবীর সাগুফতা মোড় সংলগ্ন সেকশন- ৯ এর স্বপ্ন নগর আবাসিক এলাকার ভেতরে ১৭ নম্বর নির্মাণাধীন ভবনের পেছনে এই ঘটনা ঘটে।

নিহত পাভেলের গ্রামের বাড়ি নেত্রকোনার আলোকদিয়া গ্রামে। বাবার নাম শাস্ত্র মিয়া।

রোববার (১৪ এপ্রিল) রাত আটটা থেকে নয়টার মধ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। তাদের ধারণা, সেই যুবককে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে হত্যা করা হয়েছে। পরে তাকে নির্মাণাধীন ভবনের পেছনে থাকা ঝোপে ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা।

যুবককে হত্যার ঘটনাটি স্বপ্ননগর ১৭নং বিল্ডিংয়ের পেছনে ঝোঁপের বিপরীত পাশ উত্তর কালশি এলাকার টেকের বাড়ির লোকজন দূর থেকে দেখতে পান। পরে তারা পল্লবী থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি অপূর্ব হাসান বলেন, যুবকের পরিচয় মিলেছে। তার পরিবারের সন্ধান পাওয়া গেছে।

পল্লবী থানার এসআই আতিকুর রহমান বলেন, সাগুফতা এলাকার কোনো এক নারী চিৎকার করলে তার মাধ্যমে জেনে কেউ থানায় ফোন করেন। সেই ফোনের সূত্র ধরে পুলিশ ছুটে যায় এবং মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

তিনি আরও বলেন, পাভেল বাড্ডা এলাকায় পরিবারের সাথে থাকতেন। পরিবারের লোকজন গ্রামে ঈদ করতে গেছেন। তিনি একাই ঢাকায় ছিলেন। তবে বাড্ডা এলাকা থেকে তিনি পল্লবী এলাকায় কীভাবে এলেন তা এখনো জানা যায়নি। এ ঘটনা এখনো কোনো মামলা হয়নি।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন