বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ

রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১৫ এপ্রিল, ২০২৪, ১১:১৭:২১

85
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়াসমিন ও তাসলিমা বেগম নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে খনজনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াসমিন উপজেলার খনজনা গ্রামের ইব্রাহীমের মেয়ে এবং তাসলিমা বেগম দিনাজপুর সদর উপজেলার মহারাজা মোড় এলাকার ইউসুফ আলী মেয়ে। তাসলিমা খনজনায় তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন দুপুরে ইয়াসমিন ও তাসলিমা খেলা করতে করতে সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। সাঁতার না জনার কারণে বেশি পানিতে গেলে তারা ২ জনেই পানির নিচে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন