শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) ১৪ এপ্রিল, ২০২৪, ১৫:১৮:৫৩

149
  • ছবি : নিউজজি

মাগুরা: মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১লা বৈশাখ (বর্ষবরণ) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিগত স্মৃতিকে বিদায় দিয়ে রোববার (১৪ এপ্রিল) থেকে শুরু হলো ১৪৩১ বঙ্গাব্দের বর্ষপুঞ্জির গণনা।

"মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা" এই আহ্বানে এদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে হরেকরকম সাজে নানা শ্রেনিপেশার মানুষ অংশ নেয়।

জাতীয় পাখি দোয়েলের প্রতিক, পালকি, গরুর গাড়ীসহ নানা ধরণের মুখোশ ও কাঁসা-বাঁশি, ঢোল বাজিয়ে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদঙ্গিণ করে উপজেলা পরিষদের মধ্যে পাকুড় গাছের ছায়াতলে এসে শেষ হয়।

পরে পাকুড়ের ছায়াতলে বৈশাখী মঞ্চে নাচ, গান, পুতি পাঠ, লাঠি খেলা ও সাপখেলাসহ বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, ওসি মো. বোরহান উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আ. হাই মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান ও বীরেন শিকদার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিলন প্রমূখ।

অনুষ্ঠান শেষে ইউএনও'র বাংলো বাড়ীতে পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন