শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

দেশ

গত বছর রাজনৈতিক সহিংসতায় পুড়েছে বিআরটিসির ১০ বাস

নিউজজি ডেস্ক ৪ এপ্রিল, ২০২৪, ০১:২০:১৯

140
  • গত বছর রাজনৈতিক সহিংসতায় পুড়েছে বিআরটিসির ১০ বাস

ঢাকা: দেশে রাজনৈতিক সহিংসতায় গত বছর বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) ১০টি বাস পুড়েছে। এ ছাড়া ৭টি বাস ভাঙচুর করা হয়। বুধবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে উত্থাপিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ ও ২০২২ সালে দুটি করে বাস পোড়ানো হয়। উল্লেখিত ৩ বছরে রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ক্ষতি হয়েছে ২০ লাখ ১৫ হাজার ৭৬০ টাকা।

আরও বলা হয়, ২০২২-২৩ অর্থবছরের তথ্য অনুযায়ী, বিআরটিসির সচল বাস ১ হাজার ২১৭টি। এ ছাড়া, মেরামতে রয়েছে ১৭৪টি বাস। আর নিলামে বিক্রি হওয়া বাসের সংখ্যা ২৫২টি।

কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ওবায়দুল কাদের, মো. আবু জাহির, সেখ সালাহউদ্দিন, মো. মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও মোছা. নাছিমা জামান ববি।

বিআরটিসির প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির এক-তৃতীয়ংশের বেশি পদ শূন্য রয়েছে। ৫ হাজার ৮৯৩টি পদের বিপরীতে রয়েছেন ৩ হাজার ৭২৯ জন। শূন্য রয়েছে ২ হাজার ১৬৪টি পদ।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৭ সালে নিবন্ধিত মোটরযান ছিল ১ লাখ ৭৫ হাজার। আর গত বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তা বেড়ে হয়েছে ৫৯ লাখ ৯০ হাজার ৯০৪টি। বৈঠকে ঈদে মানুষের বাড়িতে যাওয়া-আসা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন