বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৬

দেশ

বিজিবি মহাপরিচালকের বেনাপোল সীমান্ত পরিদর্শন

নিউজজি ডেস্ক ৪ এপ্রিল, ২০২৪, ০১:০৩:৩৩

117
  • বিজিবি মহাপরিচালকের বেনাপোল সীমান্ত পরিদর্শন

ঢাকা: যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (৩ এপ্রিল) সকালে সীমান্ত পরিদর্শনে যান তিনি। এসময় বিজিবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিজিবি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। 

সীমান্ত এলাকা পরিদর্শনসহ বিজিবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন এবং অসহায় স্থানীয় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এরপর বিজিবি মহাপরিচালক যশোর ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল চেকপোস্ট সীমান্ত পরিদর্শন করেন। এরপর পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফের মধ্যে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়, মিষ্টি উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফ্রন্টিয়ারের আইজি এ কে আরিয়া বিজিবি মহাপরিচালককে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির মহাপরিচালক উপস্থিত বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন। 

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অপারেশান, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস তিনি ঘুরে ঘুরে দেখেন। 

এ সময় বিজিবি প্রধানের সফরসঙ্গী ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন (ব্যুরো চিফ, বিএসবি), ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং), ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, লে. কর্নেল জামিল আহম্মেদ, লে. কর্নেল খুরশীদ আনোয়ারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন