শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

দেশ

খুলনার জুট মিলের গুদামের আগুন নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি ৪ এপ্রিল, ২০২৪, ০০:৫৬:৫২

162
  • খুলনার জুট মিলের গুদামের আগুন নিয়ন্ত্রণে

খুলনা: খুলনার রূপসায় বেসরকারি সালাম জুট মিল নামে একটি পাটকলের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিষের ১১টি ও নৌবাহিনীর ২টি ইউনিটের চেষ্টায় আগুন রাত দশটার কিছু পরে নিয়ন্ত্রণে আসে। 

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। রাত ৮টার দিকে আগুন নিভানোর কাজে অংশ নিয়েছে নৌবাহিনীর দুটি ইউনিটের সদস্যরা। আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুকনো পাট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ বেগ পেতে হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন