সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

দেশ

‘বিএনপি-জামায়াত বুয়েটে জঙ্গিবাদ কায়েম করতে চায়’

নিউজজি প্রতিবেদক ৩ এপ্রিল, ২০২৪, ১৯:০৮:২৮

336
  • ‘বিএনপি-জামায়াত বুয়েটে জঙ্গিবাদ কায়েম করতে চায়’

ঢাকা: সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ছাত্ররাজনীতি বন্ধ করে বুয়েটে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি-জামায়াত। বুধবার (৩ এপ্রিল) পুরান ঢাকায় মাহে রমজান উপলক্ষে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ মানুষের সঙ্গে আছে উল্লেখ করে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, যারা সাধারণ মানুষের সঙ্গে নেই, তারা ফাইভ স্টারে বসে বিলাসিতাপূর্ণ ইফতার করছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত যখন ফাইভ স্টারে বসে ইফতার করছে, তখন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতারা সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপরই ছাত্রদের তীব্র আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ করে বুয়েট কর্তৃপক্ষ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন