বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

বান্দরবনের সোনালি ব্যাংকে লুট, ২ কোটি টাকাসহ ম্যানেজারকে অপহরণ

নিউজজি ডেস্ক ৩ এপ্রিল, ২০২৪, ০০:১১:৪৫

120
  • বান্দরবনের সোনালি ব্যাংকে লুট, ২ কোটি টাকাসহ ম্যানেজারকে অপহরণ

ঢাকা: বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের ওই শাখার ম্যানেজার নিজাম উদ্দিন ও নিরাপত্তারক্ষীকে অপহরণের পাশাপাশি প্রায় দুই কোটি টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট করা হয়েছে বলেও জানা গেছে।

জড়িতদের ধরতে ইতোমধ্যে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) অথবা পাহাড়ের সশস্ত্র সংগঠনের মধ্যে যেকোনো দল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে পরবর্তীতে নিশ্চিত হয়ে জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

ব্যাংক লুটের বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের বান্দরবান সদর শাখার ম্যানেজার জানান, মঙ্গলবার রেমিট্যান্সের টাকা রুমা শাখায় পাঠানো হয়। রাতে হঠাৎ সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংকে ঢুকে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ভল্ট ভেঙে টাকা লুট করে নিয়ে যায়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন