বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

দেশ

শ্রীনগরে মাদক কারবারি আটক

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১৭:১০:১৩

720
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: শ্রীনগরে ইয়াবাসহ মো. মনির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আল-আমিন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই নেসারউদ্দিন ওই মাদক কারবারিকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মনির হোসেন ভাগ্যকুল এলাকার উত্তর কামারগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, মনির হোসেন মাদক সেবন করার পাশাপাশি এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল।

শ্রীনগর থানার এসআই মো. নাসেরউদ্দিন জানান, তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন