শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

দেশ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

মৌলভীবাজার প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১৭:০৯:১৪

278
  • ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

মৌলভীবাজার: কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২১ ফেব্রুয়ারি রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার জয়চন্ডি ইউনিয়নের মিটুপুর গ্রামের আছুরীঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুলাউড়ার সোনাপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০), উত্তর জয়পাশা গ্রামের মানিক মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৯) ও মর্তুজা আলীর ছেলে মো. সেলিম আহমদ (৪২)কে গ্রেপ্তার করেন।

সময় গ্রেপ্তারকৃত ডাকাতদে কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি লোহার রামদা, একটি কুড়াল, একটি কাঠের রুল, একটি লোহার দা ও দুটি কালো রংয়ের প্লাস্টিকের টর্চ লাইট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে। 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন