বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

দেশ

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১৭:০২:১১

499
  • ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর: শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে  ফুটপাতে গড়ে   ওঠা  অবৈধ স্থাপনা উচ্ছেদে করেছে স্থানীয় প্রশাসন।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এম সি বাজার ও জৈনা বাজার  এই অভিযান পরিচালনা করা হয় বিকাল পর্যন্ত ।

এ সময় মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের  অবৈধভাবে দখলকৃত জায়গায়  দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন এই অভিযানের নেতৃত্ব দেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন, গাজীপুর সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ এই অভিযানে সহযোগিতা করেন।

শামীমা ইয়াসমিন জানান, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ গাড়ি পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহণ ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল । মহাসড়ক যানজট মুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মহা সড়ক যানজটমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন