সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

দেশ

সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদের মা আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১৮:৫৬:০৯

626
  • সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদের মা আর নেই

মৌলভীবাজার: একাত্তর টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহযোগী সদস্য আহমেদ ফারুক মিল্লাদ  ও ফুটবলার মনির মা মোছাম্মত মাহমুদা খাতুন চৌধুরী আর নেই। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শ্রীমঙ্গলস্থ বাসায় ইন্তোকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার জানাযা সোমবার (১২ ফেব্রুয়ারি) বাদ এশা শ্রীমঙ্গল থানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা অংশ নেন। পরে কলেজ রোডস্থ পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদের মায়ের মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এছাড়াও মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার ইলেকটনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) ও শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ জেলার গণমাধ্যম কর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা গভীর শোক ও দুঃখ শোক প্রকাশ করেছেন।

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন