রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

দেশ

সিদ্দিক বাজারে জুতার ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ ২

নিউজজি ডেস্ক ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১৮:৩৪:১২

434
  • ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে জুতার ফ্যাক্টরিতে শর্ট সার্কিট থেকে লাগা আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন— তোফাজ্জল হোসেন (২৪) ও বাহার উদ্দিন (২৭)।  পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোলায়েম জানান, আমরা সবাই জুতার কারখানায় কাজ করি। জুতার সলিউশন আঠায় গ্যাস জমে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। এতে করে আমাদের দুইজন সহকর্মী দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে, তবে দগ্ধের পরিমাণ এখনো জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সিদ্দিক বাজারে জুতার কারখানায় শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন