শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

এনএসএস’র বাল্যবিবাহ-যৌন হয়রানি প্রতিরোধে সমাবেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি ২১ নভেম্বর, ২০২৩, ১৯:৪৫:২৭

135
  • এনএসএস’র বাল্যবিবাহ-যৌন হয়রানি প্রতিরোধে সমাবেশ

বরগুনা: আজ বিকালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা এনএসএস’র উদ্যোগে বাল্যবিবাহ এবং যৌন হয়রানি প্রতিরোধে এক সমাবেশের ক্রিয়া প্রকল্পের আওতায় চরদুয়ানী ইউনিয়নে হোগলাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাল্যবিবাহ এবং যৌন হয়রানি প্রতিরোধে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ইউপি সদস্য আলমগীর হোসেন, মহিলা ইউপি সদস্য মোসা. সোনালি বেগম, প্রকল্প কর্মকর্তা মিরাজ হোসেন ও প্রকল্প সমন্বয়কারী তাজমেরী জাহান লিখন বক্তৃতা করেন।

সমাবেশে বাল্যবিবাহ’র কারণ এবং ক্ষতিকর দিকগুলো এবং বাল্যবিবাহের শাস্তি নিয়ে আলোচনা, বাল্য বিবাহ প্রতিরোধে পরিবারের ভুমিকা, জনপ্রতিনিধির ভুমিকা এবং বাল্যবিবাহ প্রতিরোধে টোল ফ্রি নম্বর ১০৯ এর বিষয় এ আলোচনা করা হয়।

সমাবেশে ক্রিয়া প্রকল্পের নারী দলের সদস্য, কিশোর-কিশোরী দলের সদস্য, ইয়থ দলের সদস্য, স্থানীয় জনগনসহ ২শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন