বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ

মিরপুরে বিআরটিসির আগুন, সেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নিউজজি প্রতিবেদক ২০ নভেম্বর, ২০২৩, ২৩:৪৪:১৪

157
  • মিরপুরে বিআরটিসির আগুন, সেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিআরটিসি একটি দুইতলা বাসে যাত্রী বেশে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সাজেদুল আলম টুটুল (৪৫) নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি রুপনগর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

ডিএমপির মিরপুর জোনের ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, বাসে আগুন দেয়ার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে সাজেদুল আলম টুটুলকে গ্রেপ্তার করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত বিআরটিসি বাসের চালক গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করেছেন। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ আবহ্যত আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোমবার বিকেল পৌনে তিনটার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি দুই তলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে গাড়ীর উপরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন